শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

পিসিবির গুরুত্বপূর্ণ পরিচালক পদে শান মাসুদ 

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫  

পাকিস্তান জাতীয় দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করছেন শান মাসুদ। এর সঙ্গে তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যেটি পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক (ইন্টারন্যাশনাল ডিরেক্টর) পদে পরিণত হবে।

অধিকাংশ ক্রিকেট বোর্ডেই পদটি গুরুত্বপূর্ণ এবং জ্যেষ্ট প্রশাসকের পদ হিসেবে বিবেচিত। গতকাল শুক্রবার পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক একাধিক সংবাদ মাধ্যম।

পাকিস্তান সফরে আসা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে এক নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরিফ। পাকিস্তানের ক্রিকেটাররাও ছিলেন ওই আমেন্ত্রণে। সেখানে নাকভি এই ঘোষণা দেন। তবে মাসুদ অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করবেন বলেও দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শক হিসেবে শান মাসুদকে আন্তর্জাতিক ক্রিকেট অপারেশন্স পর্যবেক্ষণ করতে হবে, পাকিস্তান টিমের ম্যানেজমেন্টে ভূমিকা রাখতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ-সুবিধা নিয়ে অন্যান্য বোর্ডের সঙ্গে  যোগাযোগ রাখতে হবে।

এর আগে পিসিবির ইন্টারন্যাশনাল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ওসমান ওয়াহলা। তাকে ২০২৩ সালে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু স্থায়ী দায়িত্ব না দেওয়ায় গত সেপ্টেম্বরে তিনি সরে দাঁড়ান। এরই মধ্যে ওই পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিসিবি। ২ নভেম্বর পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। তার আগেই মাসুদকে দেওয়া হলো দায়িত্ব। মাসুদ দু’বছর ধরে পাকিস্তানের টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন।

এই বিভাগের আরো খবর